24 Live Bangla News

প্রেমিক বা প্রেমিকার মন ফিরে পাবার সহজ ৪টি উপায়!

সম্পর্কের প্রথম প্রথম ছেলেদের টান একটু বেশি চোখে পড়ে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের প্রেমে যেন ভাটা পড়ে। এরকমটা হলে মন খারাপ হয়ে যাওয়া সত্যিই খুব স্বাভাবিক৷ সম্পর্কে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাঁটি তো হতেই পারে আবার মিটেও যায়৷ মুশকিল হয়, যখন কোনও একপক্ষ কথা বলাই বন্ধ করে দেন৷ আপনার প্রেমিকও কি ঝগড়া হলে বা মাঝেমাঝে কোনও কারণ ছাড়াই চুপ করে যান, আপনাকে উপেক্ষা করা শুরু করেন? বরফ গলানোর জন্য কী কী করতে হবে আপনাকে, দেখে নিন এক নজরে৷

১) আত্মসমালোচনা করুন: আপনার কোনও আচরণে উনি ক্ষুব্ধ নন তো? আপনি কি ওঁর কাছে অন্যায্য কোনও দাবি করে বসেছেন বা এমন কিছু করেছেন যা ওঁর কাছে নীতিবিরোধী? এ ধরনের কিছু করেছেন বলে মনে হলে ভুল স্বীকার করে ওঁর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিন৷

২) ঘ্যানঘ্যান করবেন না: এমনও হতে পারে, কথা বন্ধ করে দেওয়ার মাধ্যমে উনি হয়তো বেশি করে আপনার মনোযোগই পেতে চাইছেন৷ কার্যকারণ যাই হোক না কেন, ঘ্যানঘ্যান করবেন না একেবারেই৷ বরং ওঁকে কিছুটা সময় একা থাকতে দিন৷ ওঁকে বেশি মনোযোগ দিয়ে ফেললে পরেরবার ঝগড়ার সময়ও একই রাস্তা বেছে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন উনি৷

৩) নিজের কাজে মন দিন: আপনার প্রেমিক আপনার সঙ্গে কথা বলছেন না, কিন্তু তার মানে এই নয় যে, আপনি সব কাজ ফেলে ওঁর মান ভাঙানোর জন্য হত্যে দিয়ে পড়ে থাকবেন৷ আপনি চেষ্টা করেও যদি সাইলেন্ট জ়োন থেকে ওঁকে বের করে না আনতে পারেন, তা হলে সময় নষ্ট না করে নিজের কাজ করুন৷ এটা করা কঠিন, কিন্তু আপনাকে করতেই হবে৷ আপনার পার্টনার যদি সত্যিই আপনাদের সম্পর্কটাকে মূল্য দেন, তা হলে উনিই ফের এগিয়ে আসবেন৷

৪) আত্মমর্যাদা ধরে রাখুন: সঙ্গীকে বুঝিয়ে দিন, সম্পর্কে সমস্যা আসতেই পারে আর প্রাপ্তবয়স্কদের মতো করেই তার মোকাবিলা করতে হয়৷ কথা বন্ধ করে দেওয়াটা কোনও সমাধান নয় আর ওঁর এ ধরনের ছেলেমানুষি আচরণ আপনি বেশিদিন বরদাস্ত করবেন না৷ আপনাদের মধ্যে সত্যিই ভালোবাসা থাকলে সম্পর্ক বাঁচিয়ে রাখার তাগিদে ফের হাত বাড়াবেন উনি।

Read More Bangla News