ছেলে ও মেয়ে শিশুর জন্য বাছাই করা সেরা ৩০টি ইসলামিক নাম অর্থ সহ
প্রতিটি বাবা-মায়ের কাছেই তাদের সন্তানটি লক্ষকোটি টাকার চেয়ে দামি। আর তাই সব বাবা মা তাদের অন্যান্য দায়িত্বের পাশাপাশি সন্তানের একটি ভাল নাম রাখারও চেষ্টা করেন। একটি ভালো নামের জন্য আল্লাহ তালা বেহেশতের দরজা খুলে দিতে পারেন। সন্তান ভুমিস্ট হওয়ার পরই শুরু হয় নাম বাছাই এর পর্ব। যদিও অনেকে আগে থেকেই নাম রাখা শুরু করেন। তবে প্রশ্ন হল কি হবে সেই ভাল নামটি?তাই আজ আপনাদের স্বার্থে রয়েছে বাছাই করা সেরা ৩০ টি নাম অর্থ সহ। তাহলে জেনে নিন নামগুলো।
৩০ টি ইসলামিক নাম অর্থ সহ –
১। খাদিজা = উদ্বায়ী, উদার, স্বাভাবিক, গুরুতর, সক্রিয়
২। উমাইর = বুদ্ধিমান
৩। উমাইদ = আশা
৪। সাহিম = সংগী
৫। আফিয়া = সু-সাস্থবান
৬। আরশ = ছাদ
৭। আইদিন = নিরাপদ
৮। আরিবা = শুবেচ্ছা
৯। আযিন = সুন্দর ১০। আলেম = বিজ্ঞানী
১১। তাহছিন = সজ্জা
১২। তামাদুর = উজ্জ্বল
১৩। বুশরা = সু-খবর
১৪। বাহিযা = খুশি
১৫। ওয়াছিফা = সভ্য
১৬। যারার = দ্রুত
১৭। ফাওজা = বিজয়
১৮। ফাতিন = সুন্দর
১৯। ইলতিমাস = আবদার
২০। ইসরার = গোপন
২১। উলফাত = স্নেহ
২২। আবরার = ন্যায়বান
২৩। আজমল = অতিসুন্দর
২৪। আহমাদ = অতি প্রশংসনীয়
২৫। ফাহিম = বুদ্ধিমান
২৬। ফায়সাল = বিচারক
২৭। আতিয়া = দানশীল
২৮। আনিসা = কুমারী
২৯। আদিবা = শিষ্টাচারী
৩০। ফারিহা = সুখী