24 Live Bangla News

আঙ্গুল মটকান! যে বিপদ হতে পারে আপনার

মাঝেমধ্যেই আঙুল মটকানোর অভ্যাস থাকে অনেকের। তবে এই অভ্যাস কিন্তু বিপদের কারণও হতে পারে। সম্প্রতি এ নিয়ে একদল গবেষক একটি রিপোর্ট তৈরি করেছেন, যা মেডিক্যাল ডেইলি নামের একটি স্বাস্থ্য সম্পর্কিত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নিউ ইয়র্কের এসসিইসি সেন্টারের এক চিকিৎসক জানিয়েছেন, ‘‘হাড় ফাটানো বা নিজেই নিজের দেহের কোনো অস্থিসন্ধি সেলফ-অ্যাডজাস্ট করা যদি অভ্যাস হয়ে যায়, তাহলে তা দেহের জন্য ক্ষতিকর।’’

বিশেষজ্ঞের কথায়, ‘‘এই জয়েন্টগুলিতে রয়েছে লিগামেন্ট, টেন্ডন ও অন্য সফট টিসুর কাঠামো, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যে কোনও অনাকাঙ্ক্ষিত চাপেই এগুলো ভেঙে যেতে পারে।’’
অনেকেরই আঙুল মটকানোর শব্দ পছন্দ। যদিও এটি আঙুল ভেঙে ফেলে না। আমাদের দেহের অস্থিসন্ধিগুলোতে থাকে তরল পদার্থ ও নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস। এ তরল পদার্থে চাপ প্রয়োগ করা হলে তা গ্যাসগুলো নির্গমণ করে এবং সেই শব্দই শোনা যায়। অনেকেরই মেরুদণ্ডের হাড়গুলো ফাটানো অভ্যাস থাকে। এটিও ক্ষতিকর বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

Read More Bangla News