ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
আমাদের আশেপাশে খুজলেই অনেককেই পাওয়া যাবে যারা ঘাড়ের কালো দাগের সমস্যায় ভুগছেন। কালো হোক কিংবা ফর্সা, এটি কিন্তু বেশ অস্বস্তিকর ও দৃষ্টিকটু। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সমাধান। এই পোস্টে আপনাদের দেখাবো কি করে ঘাড়ের কালো দাগ দূর করবেন।
যা যা লাগছে - চালের গুড়া ২ চা চামচ, ২ চা চামচ লেবুর রস, ২ চা চামচ গোলাপ জল, ১ চা চামচ মধু ও ১ চা চামচ চিনি।
প্রনালী - একটি পাত্রে সব উপাদান গুলো নিয়ে ভালো ভাবে সব মিশিয়ে নিন। প্রথমে গোসল করার আগে একটি নরম কাপড় ভিজিয়ে গলায় মুছে নিন। তারপর হাত দিয়ে হালকা ম্যাসাজ করে মিশ্রন লাগিয়ে নিন। এর পর ২০ মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য, এবং এই সময় কম নড়াচড়া করুন। এর পর একটু পানি দিয়ে ম্যাসাজ করে করে ঘাড়ের দিকটা ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটা সপ্তাহে ১ দিন পর একদিন ব্যবহার করুন। গোসল করার পর অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করুন। মশ্চারাইজার ব্যবহার করার সময় অবশ্যই ১৫ মিনিট ম্যাসাজ করুন। এবং পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ভাবে এই প্যাকটি টানা ১৫ দিন ব্যবহার করুন তাহলে ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পাবেন।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।