আবহাওয়ার পূর্বাভাসঃ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকায় সুর্যোদয় হয়েছে ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে ।
দেশের কয়েকটি স্থানের সম্ভাব্য তাপমাত্রা -
Barisal 24°, Bhairab Bazar 25°, Bogra 21°, Brahmanbaria 25°, Chandpur 25°, Chittagong 24°, Chuadanga 21°, Comilla 25°, Dhaka 25°, Dinajpur 21°, Hathazari Upazila 24°, Jatrabari 25°, Khulna 24°, Mymensingh 23°, Narsingdi 25°, Rajshahi 22°, Rangpur 21°, Savar 25°, Sylhet 23°, Tongi 25°,