24 Live Bangla News

কামিজ কাটিং ও সেলাই করার পদ্ধতি

যে কোন বয়সের মহিলারাই এখন কামিজ ব্যবহার করে থাকে। আজকাল দেখা যায় ছোট ছোট বাচ্চারাও এই পোশাক ব্যবহার করে। সুতি, সিল্ক, জর্জেট ইত্যাদি যেকোনো ধরনের কাপড় দিয়ে কামিজ বানানো যায় যার সাথে সালোয়ার বলে আরেকটি পোশাকও পরতে হয়। প্রথমে কামিজ ও তারপর সালোয়ার কিভাবে তৈরি করতে হবে তা আলোচনা করা হবে। প্রথমে জানা যাক ১৫-২০ বছর বয়সের একটি মেয়ে পরবে এরকম দুই হাত, আড়াই হাত বা তিন হাত বহরের একটি কামিজের মাপ কি হবে, কিভাবে তা কাটতে হবে এবং কিভাবে কাটা কাপড়টি সেলাই করতে হবে। প্রথমে বলা যাক ১৫-২০ বছর বয়সী মেয়ের কামিজের আনুমানিক সাইজ কেমন হবে। এক্ষেত্রে-

এখন কিভাবে কামিজের জন্য নির্ধারিত কাপড়টি কাটতে হবে তার নিয়মগুলো হল:

এবার কিভাবে কাপড়টি কামিজের মত করে সেলাই করতে হবে তা জানা দরকার। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ

সুবিধার জন্য নানা বয়স অনুযায়ী কামিজের কয়েকটি সাইজের আদর্শ মাপ নিচে দেওয়া হলোঃ

বয়স ঝুল কাঁধ কোমর বুক হিপ হাত হাতার মুহুরী গলা নিচের ঘের
লম্বা চওড়া লম্বা চওড়া
২ বছর ১৬” ৮” ১৮” ২০” ২২” ৪” ১০” ৬” ২” ২” ২৪”
৩-৪ ১৮” ঌ” ২০” ২২” ২৪” ৪” ১০” ৭” ২” ২” ২৬”
৫-৬ ২২” ঌ” ২২” ২২” ২৬” ৫” ১২” ৮” ৩” ২” ২৮”
৭-৮ ২৬” ১০” ২২” ২৪” ২৮” ৫” ১২” ঌ” ৪” ২” ৩০”
ঌ-১০ ৩০” ১২” ২৪” ২৬” ৩০” ৬” ১৪” ১০” ৪” ২” ৩২”
১১-১৪ ৩৬” ১৪” ২৬” ২৮” ৩২” ৪” ১৬” ১০” ৫” ২ ১/২” ৩৪”-৩৮”
১৫-২০ ৪০”-৪৮” ১৬” ২৮”-৩০” ৩৬” ৩৮”-৪০” ৮” ১৬” ১২” ৫” ২ ১/২” ৪০”-৪৪”

 

Read More Bangla News