24 Live Bangla News

ঝাল চিংড়ি মাছের ভুনা

উপকরণ - চিংড়ি ২৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে পরিষ্কার করা), টমেটো কুচি ১টা, মটরশুঁটি এক মুঠো, ধনেপাতা কুচি এক মুঠো, আলু ১টা (খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা), আদা বাটা ১ ইঞ্চি টুকরো, গোটা জিরে ১ চা চামচ, তেজপাতা ১টা, গুঁড়ো হলুদ ২ চা চামচ, মরিচ গুঁড়ো ২-৩ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ, লবণ স্বাদমদো, তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী - প্রথমে চিংড়ি একটা বড় বাটিতে নিয়ে লবণ, হলুদ মাখিয়ে ৫ মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়ি সোনালি করে ভেজে তুলুন। চিংড়ি কড়াই থেকে তুলে নিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন ফুটতে শুরু করে টমেটো কুচি ও লবণ দিয়ে ভালো ভাবে সেদ্ধ হয়ে তেল না ছাড়া পর্যন্ত রান্না করুন। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা আর আলু দিন। ভালো করে মিশিয়ে আধা কাপ পানি দিন। ঢাকনা দিয়ে ঢকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটি ও চিংড়ি দিয়ে দিন। চেরা কাঁচা মরিচ দিতে পারেন ইচ্ছা হলে। আরও ১/৪ কাপ পানি দিন। এ বার আর ঢেকে দেবেন না। আঁচ একদম কমিয়ে ৩ মিনিট মতো রান্না করুন। যতক্ষণ না মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হচ্ছে। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলুন। এবার পরিবেশনের পালা।

Read More Bangla News