অভিনব প্রতারনাঃ কিনে আনলেন কালো তরমুজ বাসায় এসে দেখলেন ...
সচেতন থাকুন অন্যদের সচেতন হতে সাহায্য করুন আমরা সবাই জানি কালো তরমুজ বেশি মিষ্টি হয় এবং খেতে মজা। তাই অনেকেই কালো তরমুজ বাজার থেকে নিয়ে আসেন। কিন্তু সেটা কি আসলেও কালো তরমুজ ? বাসায় তরমুজ আনে ঠান্ডা হওয়ার জন্য ফ্রীজে রাখা হল। ফ্রীজ থেকে বের করতে না করতেই তরমুজের আসল রূপ বের হতে শুরু হলো। এক পাশ কাটার সাথে সাথে আলাদা চামড়ার মত তরমুজ থেকে রঙের আবরন উঠা শুরু হয়। এক পর্যায়ে পুর তরমুজ টি থেকেই গাঢ় রঙের প্রলেপ উঠে আসলো। এই ভাবেই তরমুজ ব্যবসায়ীরা মানুষের ঠকাচ্ছে। আর সাধারণ মানুষ প্রতারণা শিকার হচ্ছে।😭😡😡 সবাই সাবধান থাকবেন এসব প্রতারনার হাত থেকে। তরমুজ ক্রয় করার আগে কেটে দেখে নিবেন। কালো রঙের তরমুজের বিচি কালো রঙের হয়। যারা জানেন না তারা সাবধানে তরমুজ ক্রয় করবেন।
পোস্টটি ফেসবুক থেকে সংগ্রহীত