দেখুন টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দলের স্কোয়ার্ড
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই সেস্টের প্রথম ম্যাচ শুরু হচ্ছে কাল বুধবার বাংলাদেশ সময় রাত আটটায়। অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছে শিমরন হেটমেয়ার। বাঁহাতি এই ব্যাটসম্যান লঙ্কানদের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে।
ওয়েস্ট ইন্ডিজ দল-
ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দলে আছেন জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রেথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কিরেন পাওয়েল, কেমার রোচ, ডেভন স্মিথ।
বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।
স্ট্যান্ড বাই: ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।