আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজ আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তর / উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কি.মি. বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৫টা থেকে পরবর্তী ৪-৬ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। সমুদ্র বন্দরের জন্যও কোনো সতর্কবার্তা নেই বলে জানা গেছে।