24 Live Bangla News

কাপড় থেকে তেল-ঝোলের দাগ দূর করার টিপস

টিপস বিভাগে আমরা দে্য়ার চেষ্টা করি এমন কিছু যা আমাদের নিত্যদিনের কাজে লাগে। এরই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো কাজে লেগে যাবে।

রান্না যখনই করুন না কেন, রান্নাঘর নোংরা হয়, সেই সাথে পরনের পোশাকেও লাগতে পারে তেল-ঝোলের ছিটা। আবার অনেকে খাবার সময়ও হঠাৎ করে তেল-ঝোল কাপড়ে মেখে যায়। পোশাকের এমন তেলের দাগ লেগে গেলে চিন্তা হয় বই কি। চিন্তার কিছু নেই।ঈদের জামা থেকে তেল-ঝোলের দাগ তুলে ফেলতে দেখে নিন আজকের টিপস।

জামা কাপড়ের দাগ দূর করার পদ্ধতি
দূর করুন জামা কাপড়ের দাগ

 

টিপস:
এর জন্য আপনার মূলত কাজে আসবে ট্যালকম পাউডার। তেল বা ঝোল পরার পর যত দ্রুত সম্ভব কাপড়ের দাগের ওপর ট্যালকম পাউডার দিয়ে রাখুন। ঘন্টাখানেক পর তা ঝেড়ে ফেলে আবারো পাউডার দিয়ে রাখুন। এভাবে বেশিরভাগ তেল চলে যাবে। এরপর সেই দাগের ওপর পুরনো টুথব্রাশ দিয়ে অল্প করে ডিশ ওয়াশিং লিকুইড ঘষে নিন। ৫ মিনিট রাখুন। এরপর সাবান পানিতে ভিজিয়ে সাধারণ কাপড়ের মত ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।

Read More Bangla News