24 Live Bangla News

পুরনো কাপড়গুলো দিয়ে বানিয়ে ফেলুন ফ্লোর-ম্যাট

পুরনো অনেক টুকরো কাপড়গুলো ঘরে পরে থাকে, যেগুলো ব্যবহারের উপযোগী হয় না। সেগুলো ফেলে না দিয়ে ঘরের অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন- ফ্লোর-ম্যাট। ফ্লোর-ম্যাট বানানো যতটা কঠিন ভাবছেন আসলে ততোটা কঠিন না। খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এবং সময় কতটুক লাগবে সেটা নির্ভর করে ম্যাটের সাইজের উপর। অনেকভাবেই ফ্লোর-ম্যাট বানানো যায়। তবে আর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটা চলুন শিখে নেই

প্রথমে কাপড়গুলো একটার সাথে আরেকটা লম্বা লম্বা ভাবে সুতার সাহায্যে আটকিয়ে নিন। এরপর সমান তিনটি কাপড় একত্র করে বেণির মতো করে নিন। এভাবে কাপড়ের অনেকগুলো বেণি পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে করে সুতার সাহায্যে আটকাতে থাকুন।

floormatte 1

সেলাই করার সময় নিচে একটি বড় কাপড় দিয়ে নিন। এতে ম্যাটটি সমান থাকবে।

floormatte 2

ফিনিসিং দেয়ার জন্য আলাদা একটি সরু কাপড়ের সাহায্যে নিচের কাপড়টি সেলাই করে নিন।

floormatte 3

floormatte 4

সহজেই তৈরি হয়ে গেলো ফ্লোর-ম্যাট! অনেক ধরনের কাপড় দিয়ে এটি বানাতে পারেন, তবে গেঞ্জির কাপড় হলে সুবিধা হয়। এতে সহজে ম্যাট নষ্ট হবে না, বা সেলাই খুলবে না।

floormatte 5

Read More Bangla News