24 Live Bangla News

পাকন পিঠার রেসিপি

উপকরণ

আরো লাগবে

পাকন পিঠা

প্রণালী

– পাতিলে পানিতে লবন দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
– চালের গুড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে মথে নিন।
– বেলন পিড়ি দিয়ে মোটা রুটি করে নিন।
– রুটির উপর কয়েক ফোটা তেল মেখে নিন।
– এবার খেজুর কাটা দিয়ে ইচ্ছেমত ডিজাইন একে নিন।
– কাটা বা টুথপিক দিয়ে কেটে কেটে ডিজাইন তুলে নিন।
– টিনের টুকরা দিয়ে চারধারের খাজ কেটে নিন।
– এবার ডুবো তেলে ভেজে নিন।
– সময় নিয়ে ভালো করে ভাজবেন।
– একবার ভেজে অনেকদিন রেখে দেয়া যায়।
– এটা পরিবেশন এর আগে আরেকবার ভেজে চিনি বা গুড়ের সিরা দিতে হয়।

অনেক এলাকায় খুব জনপ্রিয় এই পিঠা।নতুন জামাই বা মেহমানদারি করতে এই পিঠার খুব কদর। সবাই ভালো থাকবেন।

Read More Bangla News