করবেন নাকি আগুনে গোসল?
শীতকালে একটু উষ্ণতার জন্য আপনি কী কী করেন? গরম কাপড় পরেন, গরম পানিতে গোসল করেন। সনা বাথ বা হট বাথ, গরম পানিতে গোসল করা খুব প্রচলিত। কিন্তু উষ্ণ থাকতে কী নিজেকে গরম পানিতে সিদ্ধ করেছেন? হ্যাঁ। গরম পানিতে মানুষকে সেদ্ধ করে আরামদায়ক ফিলিপাইনের কাওয়া হট বাথ। ফিলিপাইনের অ্যান্টিক প্রদেশের তিবিআও অঞ্চলে এই বিচিত্র অভিজ্ঞতা পাবেন আপনি। কাওয়া হট বাথ বা গরম স্নান হলো সেখানকার প্রাচীন স্নান পদ্ধতি। যেখানে মানুষকে জীবন্ত সিদ্ধ করা হয়। শুনতে আশ্চর্য লাগলেও এই বিচিত্র অভিজ্ঞতা পেতে ফিলিপাইনের কায়াক ইন- পর্যটন কেন্দ্রে ভিড় করেন বহু পর্যটক। ১৯৯৬ সাল থেকে তিবিআওয়ের এই পর্যটন কেন্দ্রে চালু রয়েছে কাওয়া হট বাথ।
এই গোসলে কাওয়া নামে একটি ঢালাই লোহার পাত্রে ব্যক্তিকে বসানো হয়। এই পাত্রের গুণে তাতে আগুন জ্বালালেও তাড়াতাড়ি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
তাই শীতকালে যাদের গোসলের নামে জ্বর আসে, তারা এমন আগুনে স্নান ট্রাই করতেই পারেন!