রান্না ঘরের তেলাপোকা দূর করবে শসা
শোয়ার ঘর কিংবা রান্নাঘর আরশোলার উপদ্রবে কি আপনি নাকানি চোবানি খাচ্ছেন? অনেক চেষ্ঠা করেও কোনো লাভ হয়নি? উড়তে থাকা আরশোলা দেখে আর ভয়ে জড়োসড়ো না হয়ে এবার চুটকি-তে আরশোলা তাড়ান চোখের নিমেশে।
এতদিন তো বাজার চলতি স্প্রে ব্যাবহার করেছেন৷ তাতে খুব একটা লাভ হয়েছে বলেও তো মনে হয়না৷ বরং তাতে ক্ষতিই হয় বেশি৷ এইসব পেস্ট কম্ট্রোলে থাকে বিষাক্ত পদার্থ৷ যা খাবারে পরলে অসুখ অবধারিত৷ তবে এবার এইসব ঝক্কি হাটিয়ে ফেলুন ঘরোয়া উপায়তেই৷
দোকান থেকে কিছু অ্যালুমিনিয়ামের ফয়েল কিনে আনুন৷ তারমধ্যে ছোটো ছোট করে শশা কেটে রেখে দিন রান্নাঘর কিংবা শোয়ার ঘরে৷ফয়েল না পেলেও চিন্তা করবেন না৷ অ্যালুমিনিয়ামের যে কোনও পাত্রে অর্থাৎ খালি ডিব্বা বা বাটিতে শশা কেটে রেখেদিন যেখানে আরশোলার উপদ্রব সব থেকে বেশি৷ আরশোলা থেকে মুক্তি পাবেন চটজলদি৷ শুধু তাই নয় আপনার পকেটেরও শাশ্রয় হবে৷
বেশ কিছু গবেষনায় দেখা গেছে অ্যালুমিলিয়ামের সঙ্গে শশার টুকরোর গন্ধ মিশে যেই গন্ধ বেরোয় তা আরশোলার চির শত্রু৷ আর এই কারনেই শশার টুকরোয় আপনার ঘর থেকে পগারপার হবে আরশোলারা৷