অসাধারন সুন্দর ঝলমলে চুল পেতে চান? রিঠা ব্যাবহার করুন সপ্তাহে ১ দিন।
রিঠা একধরনের ফল। সাধারণত সব মুদির দোকানে পেয়ে যাবেন। না হলেঅবশ্যই দশকর্মার দোকানে পাবেন। এই রিঠার বৈজ্ঞানিক নাম স্পিনডুসএমারজিনাতুস। এর ব্যবহার সাধারণত হয়ে থাকে সাবান হিসেবে। চুলের জন্য একেএকপ্রকারের প্রাকৃতিক শ্যাম্পু বললে খুব একটা ভুল হবে না। ভারতবর্ষে প্রাচীন সময়থেকে রিঠাকে আয়ুর্বেদ শাস্ত্রে নানাভাবে ব্যবহার করা হয়ে এসেছে। বিশেষ করেচুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে রিঠার নাম সারা বিশ্ব জানে।
কেন রিঠা ব্যবহার করা উচিত
রিঠা সম্পূর্ণ প্রাকৃতিক গুনাগুণ সম্পন্ন একটি উপাদান। এতে কোন প্রকারেরকেমিক্যাল নেই। শ্যাম্পুতে থাকা সোডিয়েম লরেথ সালফেট ও সিলিকনের মতক্ষতিকারক উপাদান রিঠাতে থাকে না।এই উপাদানগুলি থাকার ফলে বাজার চলতিভালো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করলেও চুল পড়া কমে না। বরং চুল বেশি করেউঠে যায়। কিন্তু রিঠা ব্যবহারের ফলে চুলের কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনাথাকে না। তাছাড়া চুল পড়া বন্ধ হয়। নতুন চুল গজায়। খুসকি হয় না। উকুন থাকলেমাথায় তা মরে যায়।
কিভাবে ব্যবহার করবেন রিঠা
রিঠার ভিতরে একধরণের বীজ থাকে। সেই বীজ প্রথমে বের করে নিন। ফেলে দিন।এবার একটি পাত্রে সামান্য জল নিয়ে রিঠা ভিজিয়ে রাখুন সারা রাত। পরের দিনসকালে একটি বড় পাত্রে ঠাণ্ডা জল নিয়ে তা হালকা ফুটিয়ে নিন। এবার তাতে সারারাত ভেজানো রিঠা ও জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা হলে শ্যাম্পুর মতব্যবহার করুন। ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একবার করে যদি রিঠা শ্যাম্পুরূপে ব্যবহার করেন তাহলে চুলের সমস্যা থাকবেনা বলা যায়। তবে নিয়ম করেব্যবহার করলে নিয়মিত তবে ফলাফল পাওয়া যাবে। চুলের পরিমান অনুযায়ী রিঠাব্যবহার করা উচিত। শ্যাম্পু করার সময় ৫ মিনিট ভালো করে মাথা ম্যসাজ করুন।
রিঠার উপকারিতা
১. রিঠাতে থাকা উপাদান সমূহ চুলের ডগা ফাটা বন্ধ করে দেয়। আমাদের মাথারস্কিন জাতীয় যাবতীয় সমস্যার সমাধান হয়।
২. চুল প্রাকৃতিক উপাদান দিয়ে পরিষ্কার হওয়ার ফলে চুলের ঘনত্ব বাড়ে। চুল পড়াকমে যায়। উকুনের সমস্যা থাকলে তা সহজে কোন সাইড এফেক্ট ছাড়া সমাধানহয়ে যায়।
রিঠা দিয়ে শ্যাম্পু করলে কণ্ডিশনার লাগানোর প্রয়োজন থাকে না। ফলে চুল বেশিভালো ও মজবুত থাকে।
মাথায় একজিমার সমস্যা থাকলে সহজে দূর হয়ে যায় রিঠা ব্যবহারের ফলে।
নিয়মিত ব্যবহার করলে যাদের চুল অতিরিক্ত মাথায় কোঁকড়ানো তা সোজা হয়েযায়।
চুল নরম ও মসৃণ করে রিঠা।
যা যা খেয়াল রাখা প্রয়োজন
চুল শুষ্ক ধরণের হলে অল্প পরিমানে রিঠা ব্যবহার করা চুলের জন্য ভালো।
সপ্তাহে দুবারের বেশি রিঠা দিয়ে শ্যাম্পু করবেন না। চুল বেশি মাত্রায় শুষ্কহয়ে যেতে পারে।
রিঠা ব্যবহার করলে নিয়মিত সপ্তাহে একদিন চুলে নারকোল তেল লাগানোভালো। এতে চুল সতেজ ও মজবুত হয়।
রিঠা সঠিক পদ্ধতি অনুযায়ী ব্যবহার করা চুলের জন্য ভালো।