রাজধানীর পুরান ঢাকার বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পড়া চলছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান দুপুর ১টার পর রায় পড়া শুরু করেন।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বকশী বাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে এসে পৌঁছান।

গত ২৫ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন -দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়াসহ মোট ৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, তারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

তাই দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতেই সরকারের চক্রান্তের অংশ হিসেবে এই মামলা দেয়া হয়েছে। মামলাটিকে অমূলক হিসেবেও এ সময় উল্লেখ করে বিএনপির আইনজীবীরা।

এদিকে, মামলার রায়কে ঘিরে বকশি বাজার আলীয়া মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। চানখাঁরপুল মোড়ে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হয়েছে। আদালতের আশপাশের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর , খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ড, তারেক রহমান সহ ৫জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড  - সূত্র একাত্তর নিউজ