ছবি সহ নতুন ডিজাইনের নানা রকম কুর্তি
![newsdesk](https://www.24livebanglanews.com/bangla/Assets/Images/news-desk-logo.png)
![](https://www.24livebanglanews.com/bangla/Upload/Image/1518244475.jpg)
সেলাই ফোড়াই
আমাদের রোজকার দৈনন্দিন জীবনে কুর্তির ভূমিকা প্রচুর। সে অফিস হোক বা দোকান বাজার, কুর্তি আমাদের রোজের সঙ্গী। আর এই চাহিদার কথা মাথায় রেখে, বাজারে এসেছে প্রচুর নতুন ডিজাইনার কুর্তি। অনেকেই অফিস, বা অন্যান্য কাজের জন্য রোজ কুর্তিই পড়। তারা সেই একঘেয়ে ডিজাইন না পরে, ট্রাই কর এই নতুন ডিজাইনগুলো। দারুণ স্টাইলিশ। এতে রোজের কাজও হল। আবার স্টাইলটাও বজায় থাকল। দেখে নাও এর’মই কিছু ট্রেণ্ডি কুর্তি।