চিন্তা এবং রাতে ঘুম না হলেই বিপদ। চোখের তলায় পুরু কালি পরে যায়। অনেকের আবার ঘুম হলেও এই কালি দূর হয় না চোখ থেকে। পরিপাটি সাজের বারোটা বাজিয়ে দেয় এই বিছ্রি চোখের নিচের কালি। সবাই জিজ্ঞাসা করে ‘সারারাত ঘুম হয় নি?’ লজ্জায় পড়েন আপনিও। তবে এই লজ্জার দিন শেষ। আপনার জন্য কিছু ঘরোয়া টিপস রইল যা আপনার চোখের নিচের কালি দূর করতে অব্যর্থ। চলুন জেনে নিই _

১. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও
ব্যবহার করতে পারেন।

২. দুই চা চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।

৩. দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনেরো মিনিট রাখুন। এভাবে কয়েকদিন করতে পারলেই চোখের নিচের কালি আস্তে আস্তে কমে যাবে।

৪. দ্রুত ফল পেতে ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভাল ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।

৫. খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দূর হবে।

৬. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।

৭. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।