'ভ্যালেন্টাইনস ডে' এর সাজগোজ
ভ্যালেন্টাইনস ডের মতো বিশেষ দিনে নিজেকে সাজিয়ে তুলুন বিশেষভাবে। দিনের বেলার জন্য হালকা সাজ আর রাতের জন্য ভারী সাজ।
চলুন জেনে নেই টিপস-
দিনের জন্য গাঢ় ফাউন্ডেশন, আইশ্যাডো ও লিপস্টিক এড়িয়ে যান। বরং লাইট কনসিলার অথবা ম্যাট কমপ্যাক্ট বেস হিসেবে বেছে নিন। চোখ ও ঠোঁটের জন্য পীচ বা গোলাপি শেড বেছে নিন। ন্যাচারাল লুক বজায় রাখুন। আর সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
রাতের জন্য গাঢ় ফাউন্ডেশন বাছুন। বেস ভালভাবে করে নিয়ে কনট্যুর করে নিন চোয়ালের কাছটায়। চোখে স্মোকি বা ব্রোঞ্জ কালার ভালো দেখাবে। চোখের পাতায় ঘন করে ওয়াটার প্রুফ মাশকারা লাগান। ঠোঁটে গাঢ় শেডের লিপস্টিক পরুন। লাল রঙটাই মানাবে। রাতের জন্য গালে শিমার চলতেই পারে।
গলায়-কানে হালকা গহনা পরুন। হাতে ব্রেসলেট বা মোটা বালা পরতে পারেন। চুলটা বেঁধে রাখলেই ভাল করবেন। জুতো বেশী হিলের না পরাটাই ঠিক হবে। আর সবশেষে পছন্দের সুগন্ধিতো মাস্ট।