৩৫বছর পর সিনেমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার
সৌদি আরব সোমবার সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। যুগান্তকারী এই সিদ্ধান্ত দেশটির শক্তিশালী যুবরাজের সামাজিক সংস্কারের একটি অংশ। খবর এএফপি’র। সৌদি আরবে কয়েক দশক ধরে সিনেমার ওপর নিষেধাজ্ঞা ছিল। সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০১৮ সালের প্রথম দিকে সৌদি আরবে বাণিজ্যিক সিনেমার অনুমোদন দেয়া হবে যা ৩৫ বছরের মধ্যে এই প্রথম।’ এতে আরো বলা হয়, সরকার অবিলম্বে সিনেমা তৈরির ছাড়পত্র দেয়া শুরু করবে।