দুঃখ হলে যা করেন রানী রাসমনি
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমনি’ দশর্কের মনে জায়গা করে নিয়েছে অনেক আগেই। অবশ্য রাসমনির রানী হয়ে ওঠার আগে থেকে দশর্কদের পছন্দের তালিকায় ছিলেন দিতিপ্রিয়া। এই সিরিয়ালের জনপ্রিয়তার কারনে বন্ধ হতে বসেছে বেশ কিছু সিরিয়াল। যানবাজারের দাস পরিবারের বউ হয়ে আসা থেকে শুরু করে করুণাময়ী রানি রাসমনি হয়ে ওঠার কাহিনী দেখানো হয়েছে এই সিরিয়ালে। হালি শহরের এক ঘুঁটেকুড়ানি মেয়ে ভাগ্যের বসে একদিন হয়ে ওঠে অসাধারণ। গল্পটা এতো সুন্দর যে সেটি বেশ কিছুদিনের মধ্যেই মন ছুঁয়ে যায় দর্শকের। প্রধান চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। বয়স কম হলেও ইতিমধ্যেই বেশকিছু সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করে ফেলেছেন দিতিপ্রিয়া। আসুন জেনে নেই দিতি প্রিয়া সম্পর্কে কিছু তথ্য
১। দিতিপ্রিয়া পড়াশোনা করতে ভালবাসলেও সব বিষয় তাঁর একবারেই পছন্দের নয়। ভূগোল এবং ইংলিশ তাঁর পছন্দের সাবজেক্ট। বিজ্ঞানের কথা শুনলেই গায়ে জ্বর চলে আশে তার৷
২। অভিনয়ের ছাড়াও ছবি আঁকতে ভালবাসে দিতিপ্রিয়া৷ যখন দুঃখ হয় শুধু ছবি আঁকে সে। এই ছবিই নাকি রাশমনি অর্থাৎ দিতিপ্রিয়ার দুঃখ দূর করে দেয়।
৩। অনেক পোষ্য রয়েছে তাঁর বাড়িতে। ছুটির দিন পেলেই সারা দিনটা তাদের সঙ্গে কাটিয়ে দেয় ছোট্ট রাসমনি।
৪। ‘ওয়াশরুম’ তাঁর চিন্তা-ভাবনা করার উপযুক্ত জায়গা। যখনই কোনও বিষয় নিয়ে চিন্তিত হয়ে যায় সে তখনই ‘ওয়াশরুম’ চলে যায়। আর তারপরই ফ্রেশ লাগে তাঁর।
৫। অভিনয় করার ইচ্ছা ছিল ছোট বেলা থেকেই। অভিনয়ের পাশাপাশি কোনও ফিল্ম ইন্সটিটিউট থেকে ডিগ্রি করতে চায় দিতিপ্রিয়া।