নতুন ভাবে হাজির বিগ টিভি, জেনে নিন কি কি সুবিধা দিচ্ছে
বিরাট সম্ভার নিয়ে হাজির রিল্যায়েন্স বিগ টিভি। আপনাকে প্রথমে রিলায়েন্স-এর ওয়েবসাইটে গিয়ে মাত্র ৪৯৯ টাকা খরচ করে সেট-টপ-বক্স বুকিং করতে হবে। সেটি বাড়িতে এসে গেলে ১৫০০ টাকার বিনিময়ে সেট-টপ-বক্স চালু করতে হবে এবং অতিরিক্ত ২৫০ টাকা দিতে হবে। মোট ২২৪৯ টাকার বিনিময়ে আপনি বাড়ি বসে উপভোগ করতে পারবেন রিলায়েন্স বিগ টিভির সুবিধা।এর পরের এক বছর সম্পূর্ণ বিনামূল্যে রিলায়েন্স বিগ টিভির সুবিধা পাওয়া যাবে। এক বছর সম্পূর্ণ হওয়ার পর, প্রতি মাসে ৩০০ টাকার বিনিময়ে আপনি আবার সমস্ত চ্যানেল দেখার সুবিধা পাবেন। আপনি যদি দ্বিতীয় বছরের শুরুতে পরর্বতী দু’বছরের টাকা একেবারে দিয়ে দেন, অর্থাৎ ৭২০০ টাকা, তাহলে আপনি ১৯৯৯ টাকা ফেরত পাবেন।
তবে ১৯৯৯ টাকা আপনাকে প্রতি মাসের বিগ টিভির সাবস্ক্রিপশনের মূল্য হিসেবে ফেরত দেওয়া হবে।আপনাকে এই সুযোগগুলো পেতে হলে অন্তত তিন বছর বিগ টিভির গ্রাহক থাকতে হবে। এই অফার আপনি গ্রহণ করলে সমস্ত এইচডি চ্যানেল দেখতে পাবেন। ১ মার্চ থেকে শুরু হয়েছে বুকিং। রিল্যায়েন্স-এর ওয়েব সাইটে গেলে হেল্প লাইন নম্বরও পেয়ে যাবেন।