লেমন কিউব তৈরি করে রাখুন, গরমে শরবত তৈরি করুন ঝামেলা ছাড়াই
দেখতে দেখতে চলে গেলো শীত, চলে এসেছে গরম। গরমে তৃষ্ণা মেটাতে দারুন কাজে লাগে লেবুর শরবত। তবে লেবুর শরবত বানাতে অনেক ঝক্কি ঝামেলা। লেবু কাটো, লেবুর রস বের করো, চিনি গোলাও। আচ্ছা এই ঝামেলা আগে থেকে সেরে ফেললে কেমন হয়।
এই সহয় উপায় আজ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে লেবু গুলো অর্ধেক করে কেটে নিন। এবার লেবু গুলো চটকে অথবা রস বের করার যন্ত্র থাকলে তা দিয়ে লেবু চিপে রস বের করে নিন। রস গুলো একটি পরিস্কার পাত্রে সংগ্রহ করুন। পরিমান মত লেবুর রস সংগ্রহ হয়ে গেলে তাতে চিনি দিয়ে গুলিয়ে নিন। এবার ছেকে ফ্রিজারের আইস ট্রেতে লেবুর রস দিয়ে ফ্রিজে রেখে জমিয়ে নিন। দেখবেন কয়েক ঘন্টা পর এগুলো জবে আইস কিউবে পরিনত হয়েছে। যখন দরকার, একটি বা দুটি আইস কিউব বের করে এক গ্লাস পানিতে দিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো লেবুর শরবত!
আশা করি আমাদের টিপস আপনাদের ভালো লেগেছে। আরও টিপস পেতে এখুনি শেয়ার করুন। মনে রাখবেন নিয়মিত শেয়ার, কমেন্ট না করলে আমাদের সকল টিপস আপনার টাইমলাইনে যাবে না।