দই ফুলকপির রেসিপি
উপকরণ: ১টা বড় ফুলকপি, আলু: ১টা মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা, টমেটো: ৩টা কুচনো, ঘন দই: আধ কাপ, আদা: আধ ইঞ্চি স্টিক: থেঁতো করা, কড়াইশুঁটি: ১ মুঠো, ধনেপাতা কুচি: ১ মুঠো, দারচিনি স্টিক: ১টা মাঝারি, লবঙ্গ: ৩টে, ছোট এলাচ: ৩টে, ধনেপাতা: ১টা, হলুদ গুঁড়ো: ২ চা চামচ, লঙ্কা গুঁড়ো: ৩-৪ চা চামচ, ভাজা জিরে-ধনে গুঁড়ো: ২ চা চামচ, সাদা তেল বা ঘি: ২ টেবল চামচ, কাজু: ১ মুঠো, সামান্য চিনি, পরিমাণ মতো নুন।
প্রস্তুত প্রণালী: ফুলকপি ও আলুর টুকরোয় হলুদ ও লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নিন। ভাল করে মিশিয়ে নেন যাতে সব টুকরোয় মশলা ভাল করে মাখানো হয়। কড়াইতে তেল গরম করে ফুলকপি ও আলু আলাদা আলাদা করে সোনালি করে ভেজে তুলে রাখুন। বাকি তেল বা ঘি-তে তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরনো পর্যন্ত নাড়াতে করুন।
টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না গলে গিয়ে তেল ছাড়তে শুরু করে। টমেটো গলে গেলে আদা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে কড়াইতে ফেটানো দই দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এ বার সব গুঁড়ো মশলা দিয়ে নুন ও চিনি মেশান। জল দিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিন। কাঁচালঙ্কা দিতে পারেন ইচ্ছা হলে। এ বার ভাজা ফুলকপি ও আলু দিয়ে দিন কড়াইতে। আলু ও ফুলকপি নরম হয়ে গেলে কড়াইশুঁটি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন। সব শেষে গরম মশলা, কাজু ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।