উপকরণ - মুরগীর মাংস - ১ কেজি টমেটো - ৩টি (কুচনো) বাসমতী চাল - ৩ কাপ রসুন - ৪-৫ কোয়া কুচনো পেঁয়াজ - ৩টি (কুচনো) আদা - ১ চা চামচ (কুচনো) ছোট এলাচ - ৮টি গোটা ধনে - ১ চা চামচ জিরে - ১ চা চামট লবঙ্গ - ১/২ চা চামচ লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ দারচিনি - ৩টি ছোট টুকরো কাঁচা লঙ্কা - ২-৩টি কুচনো উষ্ণ জল - ৭ কাপ সাদা তেল - ২ টেবিল চামচ কিশমিশ - ১/২ কাপ

প্রণালী - প্রথমে মাংস ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। আদা, রসুন, গোটাগরম মশলা, পেঁয়াজ, ধনে, জিরে ও স্বাদ মতো নুন দিয়ে ৭ কাপ জলে ৩০ মিনিট ধরে মাংস সিদ্ধ করে নিন। এবার মাংসের টুকরোগুলি আলাদা তুলে রেখে দিন। একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। এতে টমোটে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষান। মশলা কষানো হয়ে এলে তাতে মাংসের টুকরোগুলি যোগ করুন। এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টক ভাল করে ছেঁকে ঢেলে দিন। এতে চাল মিশিয়ে ফুটতে দিন। যতক্ষণ না চাল সমস্ট স্টক শুষে নিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। এতে কিশমিশ ছড়িয়ে আরও ২-৩ মিনিট হাল্কা আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। তৈরি মুরগীর মাংসের আফগানি পোলাও।