বিয়ে করতে যাচ্ছেন সোনম কাপুর
বিয়ের মরশুম বলিউডে। এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল-কন্যা সোনম কাপুর ও আনন্দ আহুজা। ইতোমধ্যে পুরো দমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। জানা গিয়েছে এ বছরেরই ১১ মে জিনিভাতে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান।
তাঁর বিয়ের অনু্ষ্ঠানের দায়িত্বে থাকা প্ল্যানিং টিম একটি সংবাদপত্রকে জানিয়েছে, ‘বিয়ের তারিখ এবং ভেনিউ পাকা হয়ে গিয়েছে। এখন ফ্লাইট বুকিংয়ের পর্ব চলছে। অনিল কাপুর নিজে প্রত্যেক অতিথিকে ফোন করে নিমন্ত্রণ করছেন। সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠানের পর খাঁটি হিন্দু মতে বিয়ে হবে সোনাম কাপুরের।’
শুরুতে কাপুর পরিবার বিয়ের জন্যে জয়পুর বা উদয়পুর ভাবছিলেন। কিন্তু সম্প্রতি কাজের জন্যে জিনিভায় গিয়ে সোনমের সেই জায়গা এতটাই পছন্দ হয়ে যায় যে সেখানেই বিয়ে করবেন স্থির করেন। বিয়ের আগে হবে এনগেজমেন্টের অনুষ্ঠানও। উপস্থিত থাকবেন শুধু নিকট আত্মীয়রাই। তবে এনগেজমেন্ট কোথায় হবে তা এখনও স্থির হয়নি। বিয়ের পোশাক ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে আবু জানি এবং সন্দীপ খোসলাকে। রাল্ফ অ্যান্ড রুসো-র ডিজাইনার পোশাকও থাকছে ওয়েডিং ওয়ার্ড্রোবে। সোনম অবশ্য এখন ছুটি কাটাচ্ছেন অস্ট্রিয়ার একটি স্পা রিসর্টে।