ত্বক উজ্জ্বল করবে যে পানীয়
দাগহীন, মসৃণ, উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই। এজন্য আমাদের কত সাধ্য সাধনা, এটা সেটা কত কি মাখতে হয়। তবে শুধু ত্বকের পরিচর্চা করে কি মসৃণ ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়?
খাদ্যাভ্যাসে পরিবর্তন না এনে ত্বকের পরিচর্চা করাটা আসলে গাছের শিকড় রেখে পাতায় পানি ঢালার মত। আর তাই আজকে এমনই একটি পানীয় তৈরির রেসিপি নিয়ে এসেছি। প্রাচীন রূপচর্চায় অনেক বেশি ব্যবহার করা হত এই পানীয়টি। আসুন দেখে নেয়া যাক পানীয়টি তৈরিতে কি কি লাগছে।
উপকরণ - পেস্তা বাদাম ১ টেবিল চামচ, কাজু বাদাম ১ টেবিল চামচ, জাফরান ১ চিমটি, হলুদ ১ চিমটি, দুধ ১ গ্লাস, চিনি স্বাদমত
প্রণালী - প্রথমে দুধ জ্বাল দিয়ে একটি বলক আসলে নামিয়ে ফেলতে হবে। দুধ ঠাণ্ডা হলে জাফরান দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘণ্টা। এবার ব্লেন্ডারে পেস্তা বাদাম, কাজুবাদাম ও একচিমটি হলুদ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটি দুধের সাথে মিশিয়ে নিন। এবার চিনি মিশিয়ে নিলেই প্রস্তুত ত্বক উজ্জ্বলকারী এই পানীয়।