জামাই রাজা সিরিয়ালে আসছেন গীতশ্রী
জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী মুশকিল আসান করতে আসছেন বর্তমান সময়ের আলোচিত সিরিয়াল জামাই রাজায়। সম্প্রতি গীতশ্রী এর মুশকিল আসানের প্রমো চলছে জি বাংলা ও জি বাংলা এইচডিতে। নতুন সময়ে সম্প্রচারিত হবে জামাই রাজা। ‘জামাই রাজা’-তে মুখ্য ভূমিকায় অভনয় করছেন অর্জুন চক্রবর্তী।
সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি এই সিরিয়াল পরিচালনা করছেন বাবু বণিক। এই সিরিয়ালে পুলিশ অফিসারের ভুমিকায় ফিরছেন রাশি সিরিয়ালের রাশি খ্যাত গীতশ্রী। অনেক দিন পর ছোট পর্দায় দেখা যাবে গীতশ্রীকে। তবে কি নতুন টুইস্ট আসতে চলেছে জামাই রাজা সিরিয়ালে! সময় বলে দেবে সব...
বাংলা সিরিয়াল ও ধারাবাহিকের সর্বশেষ সব আপডেট পেতে নজর রাখুন ২৪ লাইভ বাংলা নিউজে।