২০১৮ সালের সাহরি ও ইফতারের সময়সূচী ডাউনলোড করে নিন
দেখতে দেখতে প্রায় চলে এলো রমজান, আর কিছু দিন পরেই শুরু হবে রহমতের এই মাস। ২৪ লাইভ বাংলা নিউজ এর দর্শকদের জন্য নিয়ে নিন ২০১৮ সালের রমজানের সময় সূচী, সেহেরী ইফতারের সময় সূচী, সাহরী ও ইফতারের সময় সূচির তালিকা ডাউনলোড। ১৭ মে থেকে ১৫ জুন ২০১৮ ইফতারের টাইম টেবিল।
Dhaka bangladesh ramadan sahri iftar time table 17 may to 15 june 2018.
শাবানের শেষ দিন মহানবী (সা.) আমাদের সামনে ভাষণ দিলেন। তিনি বললেন, হে লোকসব! এক মহিমান্বিত মাস তোমাদের সামনে সমাগত। এটি এক বরকতময় মাস। এতে এমন এক রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম
রহমতের বসন্ত রমজানুল মোবারক আমাদের দরজায় কড়া নাড়ছে। বরকত, মাগফিরাত আর নাজাতের বিরাট আয়োজন নিয়েই এ মাস আমাদের ডাকছে। কল্যাণের এ মহোৎসবের জন্য নিতে হবে পূর্ণ প্রস্তুতি। মহানবী (সা.) এবং তাঁর সাহাবিরাও (রা.) রমজানের জন্য নিয়েছিলেন ব্যাপক ও সমৃদ্ধ প্রস্তুতি। তাদের রমজান প্রস্তুতিকে আমরা মৌলিক কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি।