ইলিশের তেল ঝোল রেসিপি
যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. ইলিশ মাছ-৪ পিস
২. কাঁচা লঙ্কা- ৩ টে (মাঝখান থেকে চেরা)
৩. হলুদ গুঁড়ো- ১ চামচ
৪. জিরা- ১ চামচ
৫. সরষের তেল- ২ চামচ
৬. নুন- স্বাদ অনুসারে
রান্নার পদ্ধতি:
১. ভাল করে মাছের পিসগুলি ধুয়ে নিয়ে তাতে নুন-হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিন।
২. পরিমাণ মতো জলে অল্প করে হলুদ গুড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন।
৩. এবার বড় একটা কড়াই নিয়ে তাতে সরষের তেলটা গরম করে নিন। কিছু সময় পরে যখন দেখবেন তেলটা ভাল রকম গরম হয়ে গেছে তখন তাতে মাছের পিসগুলি দিয়ে ভাল করে ভাজুন।
৪. সরষের তেলে এবার জিরা এবং কাঁচা লঙ্কা ফেলে দিন। যখন দেখবেন জিরাটা ফাটতে শুরু করেছে তখন তাতে হলুদের পেস্ট এবং নুন যোগ করুন।
৫. ২-৪ মিনিট গ্রেভিটা ভাল করে তৈরি করার পর তাতে এক কাপ গরম জল দিয়ে দিন।
৬. ৫ মিনিট হাঁলকা আচে রান্না করার পর ভাজা মাছগুলি মিশিয়ে দিন। এরপর আরও ৫ মিনিট রান্না করুন। এই সময় আঁচটা হালকা করে দিতে ভুলবেন না।
৭. যখন দেখবেন মাছটা ভাল রকম রান্না হয়ে গেছে তখন আঁচটা একেবারে বন্ধ করে দিন।
৮. আপনার ইলিশের তেল ঝোল তৈরি। এবার ডিশটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।