সাত ভাই চম্পা সিরিয়ালের খল নায়িকা আছেন সাকিব খানের ছবিতে!
সাকিব খান অভিনিত নতুন ছায়াছবি চালবাজ মুক্তি পেয়েছে। জনপ্রিয় সিরিয়াল সাতভাই চম্পার খল অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও রয়েছেন এই ছবিতে। এখানেও থাকছেন খল চরিত্রে
ছোট পর্দার মডেল ও অভিনেত্রী মানসী সেনগুপ্তকে সম্প্রতি দর্শক দেখেছেন ‘সাত ভাই চম্পা’-র খল রানি শ্বেতাংশির ভূমিকায়। এবার বড় পর্দায় তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এসকে মুভিজ প্রযোজিত শাকিব খানের ছবি চালবাজে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই খলনায়িকার চরিত্রে রয়েছেন মানসী।
এক সর্বভারতীয় সংবাদ মধ্যমকে মানসী ব্যক্ত করেছেন তার প্রতিক্রিয়া। মানসী বলেন ‘‘খুব ভাল লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খান খুব ভাল একজন মানুষ। এই সিনেমা আমার কাছে খুবই লাকি। এই সিনেমার কারনে আমি আরও ভালো কাজের অফার পেয়েছি। আমাকে প্রচুর সাহায্য করেছেন আমার দাদার ভূমিকায় অভিনয় করা সাগ্নিকদা।''
শাকিব খানের সঙ্গে এতদিন শ্যুটিং করলেও একটা সেলফিও তোলা হয়নি তার, এ নিয়ে বেশ আফসোস করেছেন তিনি। ২০ এপ্রিল ভারতে মুক্তি পেয়েছে ‘চালবাজ’। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।