খাসির মাংসের পদ সকলের প্রিয়। তা আবার যদি হয় কষানো মাখো মাখো। ওহ আর কথাই নেই, গরম ভাত কি চালের রুটি দিয়ে পেট পুরে খেয়ে ফেলা যায়। বাসায় মেহমান এলে কিংবা বিশেষ কোন অনুষ্ঠানে এই পদ তৈরি করে প্রসন্ন করতে পারেন সকলকে। আজ ২৪ লাইভ বাংলা নিউজের দর্শকদের জন্য থাকছে কি ভাবে তৈরি করবেন কষা খাসির মাংস। আসুন দেখে নেওয়া যাক। 

উপকরনঃ
১. খাসীর মাংস – ১/২ কেজি
২. থেতানো সাদা এলাচ – ৬ টি
৩. থেতানো কালো এলাচ – ২ টি
৪. দারচিনি – ৩ ফালি
৫. পেঁয়াজ মোটা চাকা করে কাটা – ১ কাপ
৬. পেঁয়াজ পাতলা চাকা করে কাটা – ২ চা চামচ
৭. তেজপাতা – ২ টি
৮. আধা চেরা কাঁচা মরিচ – ৩ টি
৯. আদা বাটা – ২ চা চামচ
১০. রসুন বাটা – ২ চা চামচ
১১.ধণন গুড়া – ১ চা চামচ
১২. জিরা গুড়া – ১ চা চামচ
১৩. আস্ত জিরা – ১ চা চামচ
১৪. সয়াবিন তেল – ১/২ কাপ
১৫. লবন– পরিমান ম মত
১৬. কাচামরিচ ফাড়ি-- ৫/৬ টি

প্রনালীঃ
১.প্রথমে মাংস গুলো ছোট টুকরো করে কেটে ভাল করে
ধুয়ে নিন
২. একটি পরিস্কার পাতিলে ধোয়া মাংস নিয়ে
পাতলা পেঁয়াজ বাদে সব মশলা দিয়ে ভাল করে
১০ মিনিট মাখিয়ে রাখুন
৩. এবার চুলায় দিয়ে মাঝারী আঁচে রান্না করুন
৪. ঝোল ফুটলে আঁচ কমিয়ে দিন
৫. মাংস সিদ্ধ কাচামরিচ দিন তারপর হলে আঁচ একটু বাড়িয়ে দিন
৬. ঝোল ঘন হলে নামিয়ে রাখুন
৭. কড়াইয়ে তেল দিন
৮. তেল গরম হলে পাতলা চাকা পেঁয়াজ দিন
৯. পেঁয়াজ বাদামী হলে গোটা জিরে ফোড়ন দিন
১০. এরপর মাংস গুলো দিন
১১. মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন