১/লেবুর রস বা ভিনিগারে তুলো ভিজিয়ে রাখুন ব্রণের ওপর । খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে
২/মুখে খুব বেশি ঘাম হলে অ্যাস্ট্রিনজেন্ট লোশন ব্যবহার করতে হবে । ভালো করে মুখ ধুয়ে একটু তুলোয় লোশনটি মুখে বুলিয়ে নেবেন । এতে ত্বকের লোমকূপগুলো কিছুটা সংকুচিত হয় । ফলে ঘাম হয় কম
৩/মেকআপ করার আগে ঠান্ডা তরমুজের রস মুখে লাগিয়ে শুকিয়ে নিন । মেকআপ দীর্ঘস্হায়ী হবে 
৪/ফিটকিরি মেশানো পানিতে মুখ ধুলে ত্বকের টানটান ভাব ফিরে আসে কিছু সময়ের জন্য । এটা ত্বকের জন্য উপকারী
৫/ত্বকে তরতাজা ভাব আনতে ফুটন্ত পানিতে লেবুর রস মিশিয়ে সে ভাপটা মুখে নিন । তবে যাদের পুঁজযুক্ত ব্রণ রয়েছে তারা অবশ্যই এ ভাব নেবেন না

৬/মুখের কালচে ভাব সাময়িক ভাবে দূর করতে হলুদ গুড়োঁ পানিতে মিশিয়ে মুখ ধুয়ে নিন।
৭/খুব তৈলাক্ত ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে হলে সপ্তাহে একবার মুলতানী মাটির মাস্ক নিবেন । মুলতানী মাটি গুড়োঁ করে একটু গোলাপ পানিতে ভিজিয়ে মুখে মাস্ক নিন । চোখ ও ঠোঁটের আশপাশ বাদ দেবেন । এটি ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন।
৮/খুব বেশি খুশকি হলে তিনদিনের বাসী টক দই মাথায় ঘষে লাগান। কিছু সময় পর ভালো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন । এভাবে কদিন করুন । ভালো ফল পাবেন।
৯/চোখ দুটো উজ্জ্বল করে তোলার জন্য সামান্য ভেসলিন আঙুলে নিয়ে চোখের পাতার ওপর লাগান।
১০/মুখ খুব শুকনো দেখালে সামাণ্য ভেসলিন মুখে লাগিয়ে পানির ঝাপটা দিন । এরপর আলতোভাবে ম্যাসাজ করুন।
১১/চা তৈরির পর টি পটে যে চা পাতা পড়ে থাকে তা ঠান্ডা করে দুটুকরো পাতলা কাপড়ে বেধে চোখের ওপার ১০ মিনিট চেপে রাখবেন। ক্লান্তি দূর করে চোখের উজ্জ্বলতা বাড়াবে।