স্কিন সহ স্পাইসি চিকেন উইংস তৈরির রেসিপি
স্পাইসি চিকেন সকলের প্রিয়। আবার স্কিন সহ চিকেন কিন্তু আরও ভালো লাগে। তবে চিকেন স্পাইসি চিকেন উইংস খেতে দারুন লাগে সসের সাথে। আজ আপনাদের দেখাবো কি করে ঘরোয়া উপকরনে কিভাবে তৈরি করবেন স্পাইসি চিকেন উইংস উইথ স্কিন অন। তাহলে আর দেরি কেন দেখে নেই স্পাইসি চিকেন উইংস তৈরি করতে যা যা লাগছে...
উপকরণ: চামড়াসহ চিকেন উইংস- ৮/১০টি, লবণ- স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১/২ চা চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচ এর একটু কম, পাপড়িকা পাউডার- ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- ১ কাপ,
সসের উপকরণ: মাখন ২ টেবিল চামচ, হট চিলি সস- ১ কাপ, টমেটো সস- ১/২ কাপ, মরিচ গুঁড়া- সামান্য, পাপড়িকা পাউডার- সামান্য, আদা বাটা- সামান্য, তিল- সামান্য, কর্নফ্লাওয়ার- সামান্য, ভিনেগার- সামান্য
প্রণালি: চিকেন উইংগসগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কর্ন ফ্লাওয়ার বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন। ১ ঘন্টা পর কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে ডুবো তেলে ভেজে নিন উইংস। সসের জন্য অন্য একটি পাত্রে মাখন গলিয়ে সব উপকরণ দিয়ে ধীরে ধীরে নাড়ুন। মিশ্রণটি ভেজে রাখা উইংসের সাথে মিশিয়ে পরিবেশন করুন।