বিয়ে করলেন রানি রাসমণি তানিয়া
টেলিভিশনের দৌলতে এখন দর্শকদের কাছে পরিচিত মুখ তানিয়া কর। ছবি দেখে হয়তো ভাবছেন, তাঁর নতুন কোনও চরিত্রের লুক। না! আপনার ধারণা ভুল। কারণ এই ছবি তানিয়ার রিয়েল লাইফের। সদ্য বিয়ে করলেন অভিনেত্রী। দীর্ঘদিনের বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন তানিয়া। জানা গিয়েছে, তানিয়ার স্বামী পেশায় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মানুষ নন। তিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। তানিয়ার গায়ে হলুদ। জানা গিয়েছে, তাঁর স্বামী আদতে কেরালার মানুষ। সে কারণে বাঙালি এবং দক্ষিণ ভারতীয় মতে বিয়ে হয়েছে তাঁদের। ‘গানের ওপারে’ ধারাবাহিকে প্রথম নজর কাড়েন তানিয়া। এই মুহূর্তে ‘রানি রাসমণি’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শক।