ইফতারে মজার দই শরবত
রোজায় ইফতারের সঙ্গে রাখতে পারেন পুষ্টিকর পানীয়। যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই এবার আপনাদের জন্য রইল এমনই একটি পানীয় দই শরবত। এটি খুব সহজে ও অল্প সময়েই তৈরি করা যায়।
উপকরণ:
দই আধা কেজি (পাতলা কাপড়ে ঝুলিয়ে পানি ঝরানো),
কলা অথবা পেঁপে ১ কাপ,
বরফকুচি আধা কাপ,
দুধ আধা কাপ,
রুহআফজা ২ টেবিল চামচ,
চিনি ১ টেবিল চা-চামচ।
প্রণালি: উপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডার মেশিনে মিলিয়ে নিন। এরপর ভালো করে ব্লেন্ড করে পরিবেশন করুন।