আগুনে পুড়ে ছাই হলো এই সিরিয়ালের সেট
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'মহাপ্রভু শ্রীচৈতন্য'র সেট। বুধবার রাত ৯টায় শুটিং শেষ হয়। তারপরই ১১টা নাগাদ জোকার কাছে 'চিত্রায়ণ স্টুডিও'র বিশাল সেটে হঠাত্ই আগুন দেখতে পান স্টুডিওর কর্মীরা। স্বস্তির কথা, শুটিং প্যাকআপ হয়ে যাওয়ায়, ওই সময় 'মহাপ্রভু শ্রীচৈতন্য'র সেটে কেউই উপস্থিত ছিলেন না। দমকল উপস্থিত হয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে ওই বিশাল দামি সেটের বিন্দুমাত্র আর অবশিষ্ট নেই, সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশে জনবসতি না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। জানালেন সিরিয়ালের প্রযোজক রানা সরকার। অর্থনৈতিক ক্ষতি হওয়া সত্ত্বেও কোনও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রযোজক। কীভাবে এতবড় অগ্নিকাণ্ড ঘটল এখনও নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না বলেও জানালেন তিনি। এসি ফ্লোরে শর্ট সার্কিটের আশঙ্কা করছে দমকল বিভাগ। আপাতত দু-তিনদিন শুটিং বন্ধ থাকবে।
কিন্তু টেলিকাস্ট যাতে আটকে না যায়, সেই চেষ্টাই করছে প্রযোজনা সংস্থা। তেমন হলে আউটডোরে শুটিং করেও এপিসোড তুলবেন বলে জানিয়েছেন প্রযোজক। কালার্স বাংলায় সন্ধে সাড়ে ছ'টায় দেখানো হয় এই ধারাবাহিক।
মহাপ্রভু সিরিয়ালের সেট।