ত্বকের যত্নে ঘরেই তৈরি করুন অলিভ অয়েল নাইট ক্রিম
ত্বকের যত্নে নেবার জন্য সবচাইতে ভালো সময় হলো রাত। এ সময়ে আপনি যা-ই ত্বকে প্রয়োগ করবেন সেটাই সারারাত ধরে ত্বক শোষণ করবে। রাতের বেলায় ত্বকে রাসায়নিক কোনও ক্রিম প্রয়োগ না করে বাসায় নিজ হাতে তৈরি করা মিশ্রণ প্রয়োগ করাই শ্রেয়। প্রতি রাতে অথবা সপ্তাহে অন্তত ৩ দিন রাতে এই ক্রিম ব্যবহার করা উচিত।
উপাদান :
(১). এক টেবিল চামচ সাদা ভিনেগার,
(২). দুই টেবিল চামচ অলিভ অয়েল (জয়তুন তেল),
(৩). এক টেবিল চামচ পানি/গোলাপ পানি।
প্রস্তুতি :
(১). সব উপকরণ একটি পাত্রে নিন এবং মেশান।
(২). ফুটন্ত গরম পানিভর্তি একটা পাত্রের উপর এই মিশ্রণটি নিন।
(৩). সাবধানে নাড়ুন। বেশি গরম করার দরকার নেই। সবগুলো উপাদান মসৃণভাবে মিশে যাওয়া পর্যন্ত পানির উপরে রাখুন। তারপর নামিয়ে ঠান্ডা করুন।
অনুপাত ঠিক রেখে বেশি করে তৈরি করে রাখতে পারেন। তারপর ঠান্ড করে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন কাজে আসবে। সপ্তাহখানেক ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন তরল এই ক্রিম।
ব্যবহার :
ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। মুখ শুকিয়ে নিয়ে ত্বকে এই ক্রিম প্রয়োগ করুন। উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ম্যাসাজ করে ত্বকে মিশিয়ে নিন। গলা, হাত এবং পায়েও ব্যবহার করতে পারেন। তবে এই ক্রিম দিয়ে অবশ্যই দিনের বেলা বাইরে যাবেন না। এতে ত্বক কালো এবং চটচটে দেখাবে।
উপকারিতা :
(১). ত্বক পরিষ্কার করতে এবং ব্রণ কমাতে সাহায্য করে ভিনেগার
(২). অলিভ অয়েল (জয়তুন তেল) ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা রক্ষা করে এবং সারাদিনের ক্ষতিপূরণে সাহায্য করে।