রাজধানীতে ৫৬ জন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীতে ছিনতাই বিরোধী এক বিশেষ অভিযানে ৫৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৬ জন ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ৩ চাপাতি ও ২ চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন জানান, বেশ কিছুদিন ধরে রাজধানীতে ছিনতাই প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে ছিনতাইকারীরা বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীদের যাতায়াতের সময় তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে বা টেনে নিয়ে যায়। যাদেরকে আমরা টানা পার্টি হিসেবে জানি। টানা পার্টির অধিকাংশ সদস্য মাদকাসক্ত। নগরবাসীকে উদ্দেশ্য করে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, আমাদের এই অভিযানের ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে। ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।