রুশ যুদ্ধজাহাজকে বের করে দিল ব্রিটিশ নৌবাহিনী
ব্রিটেনের পানিসীমা থেকে রাশিয়ার একটি যুদ্ধজাহাজকে বের করে দেয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ব্রিটেনের নৌবাহিনী রুশ জাহাজটিকে এস্কর্ট দিয়ে নিজস্ব পানিসীমা বাইরে নিয়ে যায়।
ব্রিটিশ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, বড়দিনের ছুটি উপলক্ষে ব্রিটেনের চারপাশজুড়ে রুশ যুদ্ধাজাহাজের তৎপরতা ইদানিং বেড়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশ্কভ উত্তর সাগরে ব্রিটেনের পানিসীমায় ঘোরাঘুরি করছিল এবং বিষয়টি লক্ষ্য করে ব্রিটিশ ফ্রিগেট এইচএমএস স্টুয়ার্ট আলব্যান্স রুশ জাহাজকে অনুসরণ করে। ব্রিটিশ জাহাজকে দেখে রুশ জাহাজটি ওই এলাকা থেকে চলে যায়।
এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেন, “আগ্রাসনের মুখে আমাদের পানিসীমা রক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না।” তিনি আরো বলেন, “আমাদের দেশ, জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্ন যখন আসবে তখন ব্রিটেন একটুও ভীত হবে না।”
/পার্সটুডে/