গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে নায়ক দেবের বহুল আলোচিত ছবি ‘অ্যামাজন অভিযান’। শুরু থেকেই ছবিটি ছিল আলোচনার শীর্ষে। এর মধ্যে সর্বশেষ ছবিটির নায়িকার কিছু নগ্ন ছবি সেই আলোচনার মাত্রা যেন আরো বাড়িয়ে দেয়।


জি নিউজ এক প্রতিবেদনে জানায়, সর্বশেষ পাওয়া তথ্য মতে মতে এসভিএফ-এর বক্স অফিসে ছবিটি আয় করেছে প্রায় ১৫ কোটি। টলিউডের ইতিহাসে এটাই প্রথম বাংলা ছবি যা প্রথম সপ্তাহেই ১০ কোটির ওপরে ব্যবসা করল। বক্স অফিস কালেকশনস-এর দাবি প্রথম ৫ দিনেই না কি ১২.২৬ কোটির ব্যবসা করেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত অ্যামাজন অভিযান।

‘অ্যামাজন অভিযান’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। ছবিটি বড়দিনেই বক্স অফিস থেকে ব্যবসা করেছিল প্রায় ৩.৭০ কোটি টাকা। ছবির এই আকাশছোঁয়া সাফল্যে খুশিতে আত্মহারা প্রযোজক সংস্থা এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি।


ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা মহেন্দ্র সোনি বলেন, অ্যামাজন অভিযান ছবির এই সাফল্য আমাদের কাছে অপ্রত্যাশিত। দর্শক এই ছবিকে অনেক পছন্দ করেছে। আমরা অনেক অনেক খুশি।

এক নজরে অ্যামাজন অভিযানের বক্স অফিস সংগ্রহ: প্রথম দিন- ২.১৪ কোটি, দ্বিতীয় দিন- ২.২৬ কোটি, তৃতীয় দিন- ৩.১০ কোটি, চতুর্থ দিন- ৩.৭০ কোটি, পঞ্চম দিন- ১.৮০ কোটি, ষষ্ঠ দিন- ১.০৫ কোটি।