হাত থেকে পেঁয়াজ-রসুন বা মাছের গন্ধ দূর হচ্ছে না! দেখুন উপায়
পেঁয়াজ-রসুন কাটার পর বা মাছ ধোয়ার পর হাত থেকে গন্ধ যেতে চায় না সহজে। হ্যান্ডওয়াশ দিয়ে হাত বার বার ধুলেও বিরক্তিকর তীব্র গন্ধ থেকেই যায় হাতে। তাতে করে হাত দিয়ে খাওয়াও যায় না বা কোথাও সেই অবস্থায় যাওয়াও যায় না। তাই আজ আমরা দিচ্ছি হাত থেকে পেঁয়াজ-রসুন বা মাছের গন্ধ দূর করার কিছু টিপস। জেনে নিন প্রাকৃতিক উপায়ে কীভাবে হাত থেকে গন্ধ দূর করবেন-
* পেঁয়াজ অথবা রসুন কাটার পর লেবু কেটে উপরে সামান্য লবণ ছিটিয়ে ঘষে নিন হাতে। গন্ধ দূর হবে নিমিষেই।
* সামান্য পানিতে অল্প কফি মিশিয়ে হাত ধুয়ে নিন। গন্ধ থাকবে না।
* স্টেইনলেস স্টিলের কিছু কলের পানির নিচে ধরে ঘষে ঘষে পরিষ্কার করুন। হাতের গন্ধ চলে যাবে।
* পেঁয়াজ-রসুন কাটার আগে গ্লাভস পরে নিতে পারেন হাতে। এতে গন্ধের ঝামেলায় পড়তেই হবে না আপনাকে!