বিয়ে করেছেন সিমলা
বলিউডের বিয়ের ধামাকা পড়েছে এবার ঢালিউডে! গেল বছরের শেষদিন বিয়ের ঘোষণা দিয়েছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা। নতুন খবর হল, গেল বছরের অক্টোবর মাসে নাকি বিয়েটাই সেরে ফেলেছেন বাংলা চলচ্চিত্রের প্রিয় নায়িকা সিমলা।
জানা গেছে, বাংলা ছবির এই নায়িকা গত বছরের অক্টোবর মাসের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেছেন। বরের নাম মাহি বি জাহান। বাড়ি নারায়ণগঞ্জে। পেশায় ব্যবসায়ী। থাকেন লন্ডনে। সেখানেই মূলত পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। আর তাদের বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
সিমলা সর্বশেষ রাশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন।
সিমলার বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক রাশিদ জানান, সিমলার বিয়ের খবরটি আমিও শুনেছি। আর যে ছেলেটির কথা বলা হচ্ছে সেও আমার পরিচিত। মাহি বি জাহান প্রযোজনাও করেন। আর আমার পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’-এ অভিনয়ও করেছেন তিনি। তবে কেউই আমাকে কিছু জানালো না। আমি খবরটি শুনে বেশ অবাক হয়েছি।
উল্লেখ, ক্যারিয়ারের প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’ দিয়েই সিমলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ছবিটি নির্মাণ করেছেন শহীদুল ইসলাম খোকন।এরপর বেশকিছু ছবিতে তিনি অভিনয় করেছেন এই অভিনেত্রী।