মেকআপ তোলার সঠিক পদ্ধতি
সম্পূর্ণ ভাবে মেকআপ পরিস্কার না করা :
ব্যস্ততার কারণে হয়তো মেকআপ পুরোপুরি পরিস্কার করলেন না আর তা নিয়েই ঘুমিয়ে পড়লেন অবশিষ্ট মেকআপ আপনার ত্বককে শুষ্ক করে ফেলবে যা পরবর্তীতে ত্বকের জন্য ডিহাইড্রেট এর কারণ হিসেবে দেখা দিতে পারে। এছাড়া ত্বকের ঘাম এবং ব্যাকটেরিয়ার আর অবশিষ্ট মেকআপ এর সাথে মিলে সারারাত আপনার ত্বকের উপর এসবের উপস্থিতি পরবর্তীতে বড় ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে।
মেকআপ ওয়াইপ (wipe- ভেজা টিস্যু) ব্যবহার করার পর ক্লিঞ্জার দিয়ে মুখ পরিস্কার না করা :
অনেকেই মনে করেন যে, মেকআপ ওয়াইপ ব্যবহার করার পর আর ক্লিঞ্জার দিয়ে মুখ পরিস্কার করার দরকার নেই। কিন্তু আসলে এটি একটি ভুল ধারণা। মেকআপ ওয়াইপ ব্যবহার করার পর অন্য ক্লিঞ্জার দিয়ে মুখ পরিস্কার করতে হবে এবং সবশেষে পানি দিয়ে মুখ ভালোভাবে পরিস্কার করতে হবে।
একটি মেকআপ ওয়াইপ (wipe) দিয়ে সব মেকআপ পরিস্কার করা : একটি মেকআপ ওয়াইপ আপনার সব মেকআপ পরিস্কার করার জন্য মোটেই যথেষ্ট নয়। আলাদা আলাদা মেকআপ ওয়াইপ নিয়ে মুখ, চোখ, ঠোট আলাদাভাবে পরিস্কার করাই মেকআপ তোলার যথোপযুক্ত পদ্ধতি।
চোখের প্রসাধন পুরোপুরি পরিস্কার না করা :
অনেকেই মনে করেন চোখ, মুখের অতি অল্প জায়গা জুড়ে আছে, তাই চোখের মেকআপ পুরোপুরি পরিস্কার না করলেও চলে। এটি একটি ভুল ধারণা। চোখের ত্বক অতি স্পর্শকাতর বিধায় চোখের মেকআপ ভালোভাবে তুলে ফেলা অতিশয় জরুরী।
মেকআপ তোলার জন্য সঠিক রিমুভার ব্যাবহার না করা :
চোখ, মুখ, ঠোটের মেকআপ তোলার জন্য আলাদা আলাদা রিমুভার রয়েছে। তাই একই রিমুভার দিয়ে সব মেকআপ না তুলে সঠিকভাবে আলাদা আলাদা মেকআপ রিমুভার ব্যবহার করুন।
মেকআপ তোলার জন্য গরম পানি ব্যবহার করা :
মেকআপ তোলার জন্য কখনোই গরম পানি ব্যবহার করবেন না। গরম পানির ব্যবহার আপনার ত্বককে শুষ্ক করে ফেলবে বা ত্বকের চামড়া ক্রমান্বয়ে কুচকে ফেলবে।
ত্বকের ধরণ অনুযায়ী ক্লিঞ্জার ব্যবহার না করা :
যার যার ত্বকের ধরণ অনুযায়ী ক্লিঞ্জার ব্যবহার করাটা অতিশয় জরুরী। আমরা সবাই জানি তৈলাক্ত ত্বকের আর শুষ্ক ত্বকের ক্লিঞ্জার কখনোই এক হতে পারেনা। তাই, মেকআপ রিমুভার কেনার সময় আপনার ত্বকের ধরণটা মাথাই রেখেই রিমুভার কিনবেন।
আপনার ক্লিঞ্জার এসঠিক মাত্রার ph মাত্রা না থাকা :
সাধারণত ৫.৫ মাত্রার ph মাত্রা এর ক্লিঞ্জার বা মেকাপ রিমুভার ব্যবহার করা উচিৎ। অনেকেই রিমুভার বা ক্লিঞ্জার কেনার সময় বিষয়টি ভুলে যান। সঠিক মাত্রার ph মাত্রা না থাকার কারণে আপনার ত্বকের কিছু ক্ষতি হতে পারে
ধার দারাদার ধরণের স্ক্রাব ব্যবহার করা :
মেকআপ তোলার জন্য ধার দারাদার ধরণের স্ক্রাব ব্যবহার করবেন না। অনেকেই মনে করেন ধার দারাদার ধরণের স্ক্রাব মেকআপ তোলার জন্য ভালো। আসলে কিন্তু তা সঠিক নয়।
টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুখ পরিস্কার করা :
আমাদের মুখের ত্বক অতিশয় স্পর্শকাতর। এজন্য কখনোই মুখের ত্বকের উপর টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুখ পরিস্কার করবেন না। নরম টাওয়েল দিয়ে হালকাভাবে চেপে চেপে মুখের পানি শুকিয়ে নিবেন। আর মুখের জন্য সবসময় আলাদা নরম পরিস্কার টাওয়েল ব্যবহার করবেন।
বিশেষ দিনে সবাই কম বেশি মেকআপ করতে পছন্দ করে। কেউ হয় তো বেশি, কেউ হয়তো কম করে। কিন্তু মেকআপ কম করা হোক আর বেশি, ঘরে ফিরে সবসময়ই সবধরনের মেকআপ তুলে নিতে হবে।
মেকআপ তুলতে আমরা সবসময়ই বাজারের পণ্যের উপর নির্ভর করি। কিন্তু বাজারের সব পণ্যতেই মিশানো থাকে ক্ষতিকর ক্যামিকেল। যা সব ধরনের ত্বকেই ক্ষতির সৃষ্টি করে। আর যাদের ত্বক খুবই সেন্সেটিভ তাদের ত্বকে এধরনের পণ্য নানান সমস্যার সৃষ্টি করে। তাই আমাদের বাজারের রিমুভারের বদলে ঘরে তৈরি রিমুভার ব্যবহার করা ভালো। এতে ত্বকের উপর কোন খারাপ প্রভাব পড়ে না।
মেকআপ তোলার ঘরোয়া উপায়-
অলিভ অয়েলঃ ২ চা চামচ অলিভ অয়েলের সাথে ১ চা চামচ পানি মিশিয়ে নিতে হবে। এবার একে একটি ছোট কন্টেইনারে নিয়ে ভালো ভাবে ঝাকাতে হবে। যেন পানির সাথে অলিভ অয়েল পুরোপুরি মিশে যায়। এখন একটি তুলোয় এই মিশ্রণটি নিয়ে মেকআপ তোলার কাজে ব্যবহার করুন। দেখবেন এতে আপনার মেকআপ সহজেই উঠে যাবে।
দুধ ও শশাঃ ৪ চা চামচ গুড়া দুধের সাথে ৩ চা চামচ শশার রস মিশিয়ে মেকআপ রিমুভার তৈরি করা যায়। উক্ত মিশ্রনে প্রয়োজন মত গরম পানি মিশিয়ে পেস্টের মত তৈরি করে, তুলোয় ভিজিয়ে মুখে আলতো করে মুখে লাগাতে হবে। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ঘোষে মেকআপ তুলে নিতে হবে।
আমন্ড অয়েলঃ ১ টেবিল চামচ আমন্ড অয়েলের সাথে ১ টেবিল চামচ দুধ মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি তুলোয় ভিজিয়ে মুখে হালকা করে ঘষে মেকআপ তুলে নিতে হবে। মেকআপ তোলার সাথে সাথেই মুখ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
টকদইঃ ১ টেবিল চামচ ময়দা, ১ চিমটি হলুদ গুঁড়ো এবং প্রয়োজনমতো টকদই একটি বাটিতে ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে ২-৩ মিনিট মুখে ম্যাসাজ করতে হবে। পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই প্যাকটি ত্বকের গভীর থেকে মেকআপ তুলে, ত্বক পরিষ্কার করে।
এভাবেই দিনটি উপভোগ করে, সারাদিন শেষ ঘুমাবার আগে অবশ্যই মেকআপ তুলে নেওয়া জরুরি। আর এক্ষেত্রে ঘরোয়া উপায়ের কোনও তুলনা হয় না।