পেরুতে ৩৬ জন নিহতের ঘটনা ঘটেছে
পেরুতে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩৬ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার অন্য একটি গাড়ি সঙ্গে সংঘর্ষের পর বাসটি খাড়া থেকে প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে সৈকতে পড়ে যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মাত্র মাত্র ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।ওই বাসে ৫০ জন আরোহী ছিলেন। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিলেন তারা।
দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো পেদ্রো পাবলো কুচিনস্কি এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকার ওই সড়কটিতে পেরুর অন্যতম দুর্ঘটনাপ্রবণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সড়কের ওই অংশটিকে বলা হয় ‘কুরভা দেল দিয়াবলো’, বাংলায় এর অর্থ হয় ‘শয়তানের বাঁক’। পেরুর পরিবহন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।