শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন
গত দুই দিন থেকেই দেশের বেশির ভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহের ফলে সারা দেশের তাপমাত্রা কমে গেছে অনেক। কোথাও কোথায় কোথায় তাপমাত্রা নেমে গেছে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া অধিদপ্তর বলছে দুই দিন ধরে যে শীতল হাওয়া বইছে, তা আরও দুই-এক দিন অব্যাহত থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার রাতে দেশের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা নেমে যায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এছাড়া দেশের নদী এলাকাগুলোতে মৃদু থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আজ শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতে শীতের অনুভূতি আগের মতোই থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। গত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই ছিল। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, গত দুই দিনে উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের কারণে মেঘ কেটে গেছে। ফলে শীতল বায়ু দেশের বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই হঠাৎ শীত বেড়ে গেছে। আগামী দুই-এক দিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।