দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ৫.১ ডিগ্রিতে
দেশের বিভিন্নস্থানে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ রোববার দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া রাজশাহীতে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস, ইশ্বরদিতে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং কুষ্টিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে বলে জানানো হয় ওই পূর্বাভাসে।