ব্লাউজ কাটিং ও সেলাই
ব্লাউজ কাটার ধাপ মাত্র ৪টি
১। পেছনের কাপড়
২। সামনের কাপড়
৩। হাতার কাপড়
৪। বোতাম ও গলার পট্রি
কাটার পদ্ধতিঃ
প্রথমে ব্লাউজ পিছটি মেঝেতে বা কোন টেবিলের উপর ভালোভাবে বিছিয়ে নিবেন। তারপর পেছনের পার্ট প্রথমে কাটবেন। ৩৬ইঞ্চি ব্লাউজের জন্য ১৮ইঞ্চি অর্ধেক এর দাগ কাটবেন। এই ১৮ ইঞ্চিকে অর্ধেক করে ভাজ করে নিবেন। তারপর ব্লাউজের লম্বা নিবেন ১৫ ইঞ্চি ( আপনার যা লাগবে তাই নিবেন ) নিয়ে দুই দিকে সমান ভাবে দাগ কেটে নিবেন।
তারপর গলার জন্য ৩ইঞ্চি দাগ কাটবেন। তারপর আবার কাঁধের জন্য ৩ইঞ্চি দাগ কাটবেন। কাঁধ থেকে হাতার নিচ পর্যন্ত ৭ ইঞ্চি দাগ কাটবেন।
এবার প্রয়োজন অনুযায়ী পিছনের গলার দাগ কাটবেন। তারপর হাতের জোড়ার জায়গাটা মিলিয়ে নিবেন। এবার কাটার পালা শেষ করুন। বাকীটুকু ভালোভাবে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখুন