প্লাজু কাটিং ও সেলাই করার সহজ পদ্ধতি
যা যা লাগবে –
কাঁচি
দর্জি টেপ
দর্জি চক
স্কেল
কাপড় প্রয়োজন মত
প্লাজু কাটার পদ্ধতি –
প্রথমের সেলোয়ারের পিছ নিব। তারপর কোণ থেকে একটি ভাঁজ করে নিব একি কোনা থেকে আরো একটি ভাঁজ করব। এখনে দুই ভাঁজে ৪পার্ট কাপড় রয়েছে। প্লাজো কোমরের মাপের চার ভাগের ১ভাগ মাপ নিয়ে দাগ কাটব। কোমরের মাপ বা ঘের আরো বেশি নিতে চাইলে আমরা আরো নিচে থেকে দাগ কাটব। এবার লম্বার নিব সবদিকে দিয়ে সমান করে দাগ কেটে নিব। এখন দাগ গুলো মিলিয়ে নিব। এবার প্লাজু কাটার পালা বিস্তারিত ভালোভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখুন।
প্লাজু সেলাইয়ের পদ্ধতি – প্রথমে হিপের দুটি অংশ জোড়া দিব, এভাবে উভয় পাশের দুই অংশ জোড়া দিব। তারপর ইলাস্ট্রিক লাগানোর জন্য কোমরের পট্টি লাগাবো। অবশ্যই উল্টা দিক থেকে সেলাই দিতে হবে। ইলাস্ট্রিক দেওয়ার জন্য ভিতরের দিকে খোলা মুখ রাখব। অর্ধেকটা কাপড় সেলাই করে নিব এবং ভাঁজ করে বাকী অর্ধেক ফাকা রাখব।